এর আগে, গতকাল বুধবার প্রথম দিন ২ হাজার ৮২৩ আইনজীবী ভোট দিয়েছেন। ১৪টি পদের প্রতিটিতে একটি করে ভোট প্রয়োগ করছেন আইনজীবীরা। নির্বাচনি কেন্দ্রের ভেতরে মোট ৬১টি বুথে আলাদাভাবে চলছে ভোটগ্রহণ।
আওয়ামীপন্থি আইনজবীবীদের প্যানেল সাদা থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু আর সম্পাদক পদে আবদুল আলীম জুয়েল। আর বিএনপি-জামায়াতপন্থিদের নীল প্যানেল থেকে সভাপতি পদে ফজলুর রহমান ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৭ হাজার ৭১৯ জন। নির্বাচনে ১৪টি পদের মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। ৭টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন, দুটি সহ-সভাপতি পদের বিপরীতে ৬ জন, সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন এবং ২টি সহ-সম্পাদক বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ৭টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি এ এফ আবদুর রহমান।