দৈনিক প্রাণহানি ও নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে এখন শীর্ষে রয়েছে ব্রাজিল। বুধবার (১০ মার্চ) দেশটিতে দুই হাজারেও বেশি মানুষ মারা গেছে। যা এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।
আর এ পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের আগের চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১৪ শ’রও বেশি মানুষ।
এছাড়া, যুক্তরাজ্যে এ পর্যন্ত মারা গেছে প্রায় ১ লাখ ২৫ হাজার, মেক্সিকোতে প্রায় ১ লাখ ৯২ হাজার, ভারতে মারা গেছে ১ লাখ ৫৮ হাজারেও বেশি মানুষ।
এদিকে, করোনাকে মহামারি ঘোষণার এক বছর পর করোনার ছোবলে বিশ্বজুড়ে অন্তত তিন হাজার নার্স মারা গেছে বলে দাবি করেছে গ্লোবাল নার্স ফেডারেশন।
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রনে আনার অংশ হিসেবে বিশ্বজুড়েই চলছে গণটিকার কর্মসূচি। টিকা নেয়ার পর করোনা জয়ে সফলতার মুখ দেখতে পাবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ করোনায় বিপর্যস্ত দেশগুলো।