শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

আবারও হাজারের ঘরে দুই মাস পর শনাক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১

করোনা শনাক্তের এক বছর পার হওয়ার প্রাক্কালে করোনায় রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  বিগত কয়েকদিন করোনা শনাক্তের সংখ্যা ছয়শ’র মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা বাড়তে বাড়তে এখন ফের হাজারের ঘরে পৌঁছেছে। বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক  হাজার ১৮ জন। দুই মাস আগে গত ১০ জানুয়ারি করোনা শনাক্ত হয়েছিলেন এক  হাজার ৭১ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক  হাজার ১৮ জন এবং মারা গেছেন ৭ জন। আর দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩২টি। এ পর্যন্ত মোট ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৬৪ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৫ দশমিক ৯৮ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৩ দশমিক ১৮ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ৫৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট  ৬ হাজার ৪২৪ জন পুরুষ এবং ২ হাজার ৭২ জন নারী করোনায় মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রামের ২ জন এবং বরিশালের ১ জন।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.