বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া, সরকারি ঋণ আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সরকারি ঋণের ক্ষেত্রে কেউ আইন লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা যাবে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয় করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় সচিব জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কারো এনআইডি না থাকলে তাদের টিকার জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। এছাড়া, রমজানের জন্য ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর, মশুর ডাল, পেঁয়াজ মজুদ থাকায় দাম বাড়বে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব।