সোমবার (৮ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছে।
এর আগে, হাইকোর্ট এ মামলার কার্যক্রম স্থগিত করেছিলো। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক। রুহুল আমিন হওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জাতীয় পার্টি সাবেক মহাসচিবের বিরুদ্ধে।