রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির মুক্তির সড়ক শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর এ ভাষন বাজেনি। এ ভাষনের বিরুদ্ধে পঁচাত্তর পরবর্তী অনেক ষড়যন্ত্র হলেও ইতিহাস থেকে কালজয়ী এ ভাষনটিকে মুছে ফেলা যায়নি।
অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছেন তারা আজ এ দিনটি পালন করতে বাধ্য হচ্ছেন, কারণ ভাষনটি এখন বিশ্বব্যাপী স্বীকৃত।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে দেয়ার যারা অপচেষ্টা করেছে সেই ইতিহাস বিকৃতকারীদের চিহ্নিত করতে হবে।