ইসরাইলি পাসপোর্টধারী ফিলিস্তিনি এক নারীকে বিয়ে করায় দেশটির এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৈরুতের একটি সামরিক আদালত গত শুক্রবার মো. ইউসুফ বেনাউত নামে লেবাননের ওই যুবককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ লেবানিস পাউন্ড (৩৩০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়।খবর আরব নিউজের।
ফিলিস্তিন ওই নারী ইসরাইলি পাসপোর্টে জার্মানিতে বসবাস করছেন। ইহুদিবাদী দেশ ইসরাইলের এক-পঞ্চমাংশ নাগরিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীর ও জেরুজালেমের ফিলিস্তিনি জনগণও ইসরাইলি পাসপোর্টে বিদেশ ভ্রমণ করতে হয়।
এদিকে ১৯৫৫ সাল থেকে লেবাননে ইসরাইলকে বয়কটের আইন চালু করা হয়। এ আইনের আওতায় ইসরাইলিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ।
১৯৪৮ সালে ইসরাইল নামে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটির জন্ম হওয়ার পর থেকে দেশটির সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।