রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

বিজয়ের ৫০ বছরে শিক্ষাক্ষেত্রে অর্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

মুক্তিযুদ্ধের সময় জন্ম এমন একজন শিক্ষকের মতে, বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে প্রাথমিকে প্রায় শতভাগ ভর্তি, বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই আর শিক্ষায় লিঙ্গ সমতার মত বিষয়গুলো এখন বিশ্বের কাছে উদাহরণ। তবে চ্যালেঞ্জও আছে বেশকিছু।

মহান মুক্তিযুদ্ধ শেষে বিজয় অর্জনের ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফেরেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর লেগে গেলেন ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি দেশ গঠনের কাজে।

বঙ্গবন্ধু অনুধাবন করলেন শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। ১৯৭৩ সালে ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন। ৭৪ সালে গঠন করলেন ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন। সেই কমিশনের দেয়া মূল্যবান পরামর্শেই চলতে থাকলো দেশের শিক্ষা ব্যবস্থা। কিন্তু, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে আবারো দেশের উল্টোপথে যাত্রা।

যে স্বপ্নের বীজ জাতির পিতা বুনেছিলেন, ক্ষমতায় আসার পর সেসব স্বপ্ন বাস্তবায়নে হাত দিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একেরপর এক মাইলফলক অর্জিত হয়েছে শিক্ষাক্ষেত্রে।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। ২০১৯ সালে ২ হাজার ৭৩৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। আর কয়েক বছরে ৫শ’র বেশি স্কুল ও কলেজ সরকারি করা হয়েছে। উচ্চশিক্ষা ছড়িয়ে দিতে একের পর এক বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.