ম্যাচের ওপর নির্ভর করছিল তিনটি দলের সেমিফাইনাল ভাগ্য। আবুধাবিতে কাল আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ভারতের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।
অথচ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ভারত ছিল অন্যতম ফেভারিট দল, শিরোপার দাবিদার। আর সেই ভারতই উঠতে পারল না শেষ চারে।
বিরাট কোহলি অ্যান্ড গংয়ের এমন ব্যর্থতায় হতাশ গোটা ভারত। দেশটির সোশ্যাল মিডিয়াজুড়ে ট্রল-মিম চলছে কোহলিদের নিয়ে।
বাদ যাননি বীরেন্দ শেবাগ ও ওয়াসিম জাফরদের মতো ভারত দলের সাবেক তারকারাও। সাবেকদের টিটকারীর শিকার হয়েছে দলটি।
টুইটারে শেবাগ ভারতের কংগ্রেস দলের প্রধান রাহুল গান্ধীর একটি বিখ্যাত মিম ছবি পোস্ট করেছেন।
যাতে লেখা— ‘খতম বাই বাই টাটা গুডবাই’; যার মানে— ‘শেষ, বিদায়, টাটা…’। বিশ্বকাপ থেকে ভারতের বিদায়কে এভাবেই প্রকাশ করেছেন শেবাগ।
জাফর ওয়াসিমও কম যাননি। ভারতীয় দলকে খোঁচা দিয়েছেন মিমের মাধ্যমে। জনপ্রিয় হিন্দি কমেডি সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’- এর একটি দৃশ্য পোস্ট করেছেন তিনি।