বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচের দিকে তাকিয়ে আছে ভারতীয় দল। কারণ আফগানরা হারলেই ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরতে হবে কোহলিদের। আবুধাবিতে টস জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানরা।
আফগানিস্তানের মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। ৪৮ বলে ৩ ছক্কা ও ৬ চারে ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া গুলবাদিন নাঈব ১৫ ও মোহাম্মদ নবী ১৪ রান করেন। এই তিনজন ছাড়া অন্য কোনো আফগান ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
কিউই পেসার টেন্ট বোল্ট ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নিয়েছেন। এছাড়া অ্যাডাম মিলনে, ইশ সোদি ও জেমি নিশাম একটি করে উইকেট লাভ করেন। এ ম্যাচে আফগানিস্তান হারলে বিশ্বকাপ থেকে ভারতের বিদায় নিশ্চত হয়ে যাবে।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), গুলবাদিন নাঈব, করিম জানাত, রশিদ খান, নাভিন-উল-হক, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।