পাল্লেকেলেতে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছেন লঙ্কান ওপেনাররা। তবে এতে ‘অবদান’ আছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তরও।
শ্রীলঙ্কার স্কোর যখন ৪৯ রান, তখন তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দেন লঙ্কান দলপতি দিমুথ করুণারত্নে। তবে সহজ সেই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি শান্ত। করুণারত্নে রান ছিল তখন ২৮। প্রথম টেস্টে ২৪৪ রানের বড় ইনিংস খেলা করুণারত্নে এই ম্যাচে কত রানে গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।
বিনা উইকেটে ৬৬ রান নিয়ে লাঞ্চে গেছে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে দুজনই ৩২ রানে অপরাজিত আছেন। চার বোলার ব্যবহার করে এখনো উইকেটের দেখা পাননি মুুমিনুল হক।
এ ম্যাচের মধ্য দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।