খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় জালাল হোসেন (৪৮) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বজনরা। পরে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জালাল হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলায়। খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি ছয়তলা বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। কাজ করতেন বায়তুল মোকাররমের একটি টিভির দোকানের কর্মচারী হিসেবে।
গতকাল নিহত জালালের ছেলে মো. শাওন বলেন, গত কয়েক দিন ধরে তাঁর বাবার মানসিক সমস্যা দেখা দেয়। সন্ধ্যায় হঠাৎ ঘরের একটি কক্ষের দরজা বন্ধ অবস্থা পেয়ে তাঁরা শঙ্কিত হয়ে পড়েন। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আরো উদ্বেগের মধ্যে পড়েন তাঁরা। এক পর্যায়ে দরজা ভেঙে দেখতে পান, গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন তিনি।
শাওন জানান, বাবা আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ তাঁকে হত্যা করেছে, তা জানা নেই তাঁর। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা ঘটনার তদন্ত করছে।