আন্দোলনের প্রায় ১৯দিন পর বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা আসলো। তবে শুধু ঢাকা মহানগরের বেসরকারি বাসে শর্তসাপেক্ষে আগামীকাল বুধবার থেকে ছাত্রদের অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সমিতির সভাপতি খন্দকার এনায়েতে উল্যাহ। তিনি বলেন, ছাত্রদের বাসে হাফ ভাড়া ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে কিছু নির্দেশনা রয়েছে সেগুলো হলো- হাফ ভাড়া প্রদানের সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে।
সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমী ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না।