শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই সাইটটি মূলত রাশিয়া থেকে পরিচালিত হয়। আইপিএল, বিশ্বকাপ, বিগ ব্যাশ, ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন খেলায় সময় অনলাইনে এসব জুয়া খেলা হয়। জুয়া খেলার জন্য একজন জুয়ারী মোবাইল নম্বর কিংবা ইমেইলের মাধ্যমে এই বেটিং সাইটে একাউন্ট ওপেন করে প্রতিটি একাউন্টের বিপরীতে ভার্চ্যুয়াল টাকা তৈরী করে ব্যালেন্স যোগ করে। জুয়ার মাধ্যমে প্রতিদিন চার থেকে ৫ কোটি টাকার লেনদেন করা হতো। গ্রেপ্তারকৃততা ৯ মাস ধরে এই জুয়া কার্যক্রম চালাচ্ছিল। জুয়ার এজেন্টরা তাদের সাইটের সকল কার্যক্রম ম্যানেজমেন্ট, টেলিগ্রাম ও রেডি নামক নামক ওয়েবসাইটের মাধ্যমে করে ব্যবহার করে থাকে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬টি মোবাইল, নগদ একাউন্টে প্রায় ১২ লাখ টাকা, নগদ ৪ লাখ টাকা সহ গাড়ি ও ল্যাপটপ উদ্ধার করা হয়। চক্রটির সদস্যরা সকল লেনদেন নগদ একাউন্টের মাধ্যমেই করতো। নগদের কেউ এই জুয়ার সাথে জড়িত কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেসে টাকা পাচার হয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।