আফগান সংকট নিয়ে বুধবার নয়াদিল্লীতে আট দেশের সংলাপের আয়োজন করে ভারত। আফগানিস্তানের চলমান সংকট মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসার সময় এসেছে বলেও মন্তব্য করেন অজিত দোভাল।
আঞ্চলিক এই নিরাপত্তা সংলাপে ভারতের পাশাপাশি অংশ নেয় রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। ১৫ই আগস্ট তালেবানের কাবুল দখলের পর সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং মাদক পাচারের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করে সংলাপে অংশগ্রহণকারী দেশগুলো। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আশা প্রকাশ করেছে ভারত।