মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ভিডিও কনফারেন্সের একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে ছাড়পত্র না দিলে পরিবেশ অধিদপ্তরের আপত্তি নেই বলে ধরে নিতে হবে।
পরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৯টি উন্নয়ন প্রস্তাব উপস্থাপন করা হলে তার সবকটি অনুমোদন দেয় একনেক। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ২শ’ ৩৯ কোটি টাকা। যার মধ্যে ৫ হাজার ৪ কোটি টাকা ব্যয় হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আর ২শ’ ৪৯ কোটি টাকা আসবে বিদেশি অর্থায়ণ থেকে।
বৈঠকে ৩ হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে লক্ষীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এছাড়াও ৬শ’ ৪৩ কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগের কুষ্টিয়া মেহেরপুর সড়ক উন্নয়ন প্রকল্প। নারায়ণগঞ্জে ২শ’ ৩৭ কোটি টাকা ব্যয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ৬২ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়।