এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে ২০ টেস্ট খেলা বাংলাদেশ দল জিতেছে মোটে একটিতে, ড্র করেছে তিন ম্যাচে। টাইগারদের বিপক্ষে টেস্টে ষোল জয় লঙ্কানদের।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এর আগে টেস্ট খেলা হয়নি টাইগারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো কোনও পয়েন্ট না পাওয়া টাইগারদের লক্ষ্য পয়েন্ট যোগের।
অতীতে লঙ্কার ভিন্ন ভিন্ন ভেন্যুতে টেস্ট খেলেলেও এই প্রথম ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নেমেছে টাইগাররা। ২৮.৫৩ বর্গ কিলোমিটারের এই শহর যেন জেন্টেল মেন গেইম ক্রিকেটের জন্য পারফেক্ট ভেন্যু।
পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচের ফলাফল অনেকটাই টসের ওপর নির্ভর করে। এ মাঠে এ পর্যন্ত হওয়া ৭ টেস্টের ৪টিতেই টস জেতা দল ম্যাচ জিতেছে। আর বাকি ৩টি টেস্ট ড্র হয়েছে।