১৫ই মে’র ফাইনালে লেস্টারের প্রতিপক্ষ চেলসি। লা লিগায় শিরোপা জয়ের পথে এগোতে গেতাফের কাছে হোচট খেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
এফএ কাপের ফাইনালে খেলতে দীর্ঘ পাচ দশকের বেশি অপেক্ষা লেস্টার সিটির। ম্যাচের আগেই নানা হিসেব-নিকেশ। এফএ কাপের ফাইনাল চেলসির প্রতিপক্ষ হতে পারবেতো লেস্টার?
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম; সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল রেলফ হাসেনহটেলের ছেলেরা। যদিও ফার্স্ট-হাফে আক্রমণে স্কোর হয়নি লেস্টারের।
সেকেন্ড হাফের দশ মিনিটেই নাইজেরিয়ান অ্যাটাকার কেলেচি ইহেনাচোর গোলে লিড নেয় হোস্টরা। এফএ কাপের সবচেয়ে সফল দল ম্যানইউকে হারিয়ে শেষ চারে নাম লেখাতেও জোড়া গোল ছিল এই নাইজেরিয়ানের।
এর আগে চার চারবার ফাইনালে খেললেই শিরোপার স্বাদ পায়নি লেস্টার সিটি। ১৯৬৯ সালের পর আবরো ফাইনালে নাম লিখিয়েছে দ্যা ফক্সেস। ১৫ই মের ফাইনালে ইপিএল জায়্ন্ট চেলসির মুখোমুখি হবে লেস্টার।
লা লিগায় শিরোপা জয়ে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদকে রুখে দিল গেতাফে। পয়েন্ট টেবিলের সেকেন্ড লিডিং পজিশনে থেকে গেতাফের মাঠে অ্যাওয়ে ম্যাচ শুরু জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তিন পয়েন্ট যোগ করতে পারলেই টেবিল টপার অ্যাতলেতিকো মাদ্রিদের লিডিং পজিশনে উঠে যাবে রিয়াল।
চোট, সাসপেনশন আর কোভিড পজিটিভের কারণে নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না গেতাফের বিপক্ষে ম্যাচে। সে সুযোগটাই কড়ায় গণ্ডায় কাজে লাগাতে চেয়েছে পনের নম্বরে থাকা গেতাফে।
বল পজেশনে রিয়ালের কর্তৃত্ব বেশি থাকলেই হোস্টদের রক্ষণ ভাঙতে পারেনি ইসকো, অ্যাসেনসিও , ভিনিশিয়াস জুনিয়ররা। শেষ অবধি গোল শূন্য ড্রতে ম্যাচ শেষ করেছে রিয়াল মাদ্রিদ।