রবিবার (১১ এপ্রিল) বিকালে, ময়মনসিংহ নগরীর সানকিপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ওয়াসিক বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ইস্যুকে পুঁজি করে বেশ কয়েকটি উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছে। যা ধর্মীয় বিভেদ তৈরি করাসহ সাধারণ মানুষকে ভিন্নপথে ধাবিত করার অপপ্রয়াস। তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
সম্প্রতি ওয়াসিক বিল্লাহ নোমানীর ইসলামী সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও ওয়াসিক বিল্লাহ নোমানী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমরা যদি খেলাফত কায়েম করতে পারি। তাহলে, সংবাদ লেখার সময় পাবি না। একটা একটা করে ধরে তোদের জবাই করবো।
উল্লেখ্য, ওয়াসিক বিল্লাহ নোমানী ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন।