লিটারে ৮ থেকে ১০ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও কমালেন আমদানিকারক ও পরিশোধন মিল মালিকেরা। বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।
মঙ্গলবার পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অব অ্যাসোসিয়েশন নতুন এই দাম ঘোষণা করেছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাতে ১০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাতে ১২ টাকা দাম কমানো হয়েছে।
আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা, এখন ৮ টাকা কমিয়ে করা হয়েছে ১৫৯ টাকা। বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ছিল আগে ১৮৯ টাকা, এখন ১০ টাকা কমিয়ে করা হয়েছে ১৭৯ টাকা। আর ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।
এছাড়াও প্রতি লিটার খোলা পাম তেলের দাম আগে ছিল ১৩৩ টাকা। এখন লিটারে ৫ টাকা কমিয়ে করা হয়েছে ১২৮ টাকা। একই সঙ্গে পাম তেলের এক লিটার বোতলের দাম ছিল ১৬০ টাকা।