গরু চুরি করে পালানোর সময় বাধা দিতে গিয়ে চুরির কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় নিহত হয়েছেন সেলিনা বেগম (৪০) নামে এক গৃহকর্ত্রী। এ সময় তার ছেলে জুবায়ের হোসেন গুরুতর আহত হন।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারোটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়েরকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. হুসাইন আলী জানান, ভোররাতে পঞ্চসারোটিয়া গ্রামে আমির চানের বাড়িতে ৭-৮ জনের একদল চোর গরু চুরি করতে যায়। চোরেরা গোয়াল ঘর থেকে দুটি গরু ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় গরুর ডাকে বাড়ির লোকজন বের হয়ে আসেন। বিপদ দেখে চোরেরা পালানোর চেষ্টা করলে সেলিনা বেগম ও তার ছেলে জুবায়ের ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়েন। এ সময় চোরেরা তাদের উপর ট্রাক উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগম মারা যান। আহত হন ছেলে জুবায়ের।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গরু চোরেরা গরুসহ ট্রাকটি রেখে পালিয়ে যায়।