বিশ্বকাপে ইতিহাস গড়ল আর্জেন্টিনা। ৩৬ বছর পর লাতিন আমেরিকার এই দেশটির শিরোপা জেতার মূল কারিগর লিওনেল মেসি।
মেসি ও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি—এমন বিশ্বাস ছিল ব়্যাপার ড্রেকের। এ কারণে নীল-সাদা দলের ওপরই এক মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ১০০ টাকা) জুয়া খেলেছিলেন কানাডিয়ান গায়ক।
মেসির বিশ্বকাপ জয় নিয়ে যখন আবেগে ভাসছে গোটা বিশ্ব, তখনই মাথা ঠুকতে হচ্ছে ড্রেককে। কিন্তু প্রশ্ন হলো মেসির জয় নিয়ে বাজি ধরেও কেন টাকা খোয়ালেন ড্রেক?
এক ফরাসি সংবাদপত্র সূত্রে জানা গেছে, যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে অতিরিক্ত সময়ের ফলাফল বিবেচ্য হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রোববার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২।
যদি নব্বই মিনিটের ভেতর ম্যাচ জিততে সফল হতো আর্জেন্টিনা তাহলে জুয়া খেলে ১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা) পেতেন ড্রেক।