রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা পাকিস্তানের জয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাঁচা-মরার লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। শুরু থেকে দাপট দেখানো দক্ষিণ আফ্রিকা আনপ্রেডিক্টেল খ্যাত পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়। ৩৩ রানে ইমরান খানের উত্তরসূরীদের কাছে হেরে নতুন সমীকরণ দাঁড় করিয়েছে।

এ ম্যাচে পাকিস্তান বড় ব্যবধানে জিতলেও সেমিফাইনালের পথে তাদের অনেক সমীকরণ। তবে এ ম্যাচে পাকিস্তানের জয় পাওয়ায় বিশেষ করে বাংলাদেশেরও সেমিফাইনালের স্বপ্ন টিকে রইল।

আজ পাকিস্তান হেরে গেলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যেত। কারণ ৭ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে উঠে যেত দক্ষিণ আফ্রিকা। আর ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ভারত শীর্ষে থাকলেও জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচে রোহিত-কোহলিদের জয় অনেকটা নিশ্চিত।

তাহলে ভারতের পয়েন্ট হতো ৮, বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হলেও সেই পয়েন্ট থাকত ৭। এখন দক্ষিণ আফ্রিকার ৫ পয়েন্ট থাকায় পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডের সঙ্গে অবশ্যই জিততেই হবে। ওই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে তাদের পয়েন্টও হবে ৬। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দলের পয়েন্টও হবে ৬। ওই ম্যাচে বাংলাদেশ জয় পেলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রানরেটে সেমিফাইনালিস্ট নিশ্চিত করা হবে।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি দৃশ্য। ছবি: ইএসপিএনক্রিকইনফো
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি দৃশ্য। ছবি: ইএসপিএনক্রিকইনফো

 

আর জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়ে ফুরফুরে থাকা নেদারল্যান্ড যদি আরেকটি অঘটন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় আর পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে তাহলে সরাসরি সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।

এত সমীকরণ টাইগার ভক্তদের কাছে সামনে আসত না, যদি আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ম্যাচে পাকিস্তান জয়ী না হতো।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.