বুধবার (১৭ই মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।
পরে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে ৫০টি রঙ্গিন বেলুন উড়িয়ে জেলা প্রশাসন আয়োজিত ১২দিনব্যাপী স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরপর স্বাধীনতা উৎসব উপলক্ষে ১০ দিনব্যাপি ক্ষুদ্র ও কুটি শিল্প মেলা উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। এসময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বিসিক কর্তৃপক্ষসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেণ। মেলায় স্থানীয় ও বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন।
স্বাধীনতা উৎসবে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যতিক্রমী পরিবেশনা থাকবে। এতে শিল্পকলা,শিশু একাডেমী, সাতটি উপজেলা, সদর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করবে। এছাড়া মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে তথ্যচিত্র, মঞ্চ নাটক,আতশবাজি, মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মিথস্ক্রীয়া, স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিরাঙ্গনা সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে।
স্বাধীনতা উৎসব প্রসঙ্গে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী একসাথে পালন করতে স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে। আশা করছি সকলের সমন্বিত সহযোগীতায় স্বাধীনতা উৎসব স্বরণীয় হয়ে থাকবে মৌলভীবাজারবাসীর কাছে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরে র্যালি বের হয়। এতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।