শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর শেষ জন্মদিন কেমন ছিল?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১

শেখ মুজিবুর রহমানের ১৯৭৫ সালের জন্মদিনটি ছিল উজ্জ্বল, আনন্দে ঘেরা ও চমকে ভরা। ৫৫তম জন্মদিনে ‘বঙ্গবন্ধু পুরস্কার’ ঘোষণা করা হয়। জাতি পুনর্গঠনে উল্লেখযোগ্য অবদানের জন্য এটি দেওয়া হয় বাছাই করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে।

‘বঙ্গবন্ধু পুরস্কার’ বিতরণ

পুরস্কার তহবিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কৃষিমন্ত্রী আব্দুস সামাদ আজাদ অনুষ্ঠান উদ্বোধন করেন। কৃষি উন্নয়ন সংগঠন ও ব্যবস্থাপনায় নতুনত্ব ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য বিচারপতি আবদুস সাত্তারের নেতৃত্বে ‘বঙ্গবন্ধুর পুরস্কার ১৯৭৪’ দেওয়া হয় এইদিনে। সিলেকশন বোর্ড জাতীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য ৩৯ জনকে বাছাই করেন। এদের মধ্যে তিনজনকে স্বর্ণপদক ও অন্যদের রৌপ্যপদকে ভূষিত করা হবে।

বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের সাফল্যের জন্য দেশবাসী আস্থা ঘোষণা করে। দেশবাসী বঙ্গবন্ধুর সুস্থ-সুন্দর দীর্ঘ জীবন কামনা করেন। জন্মদিনের শুভেচ্ছা জানায় দেশের সর্বস্তরের মানুষ। তারা প্রিয় নেতার গলায় পরিয়েছে ফুলের মালা, ছড়িয়েছে ফুলের পাপড়ি। মিছিলের পর মিছিল গেছে ধানমণ্ডির ৩২ নম্বরে। বঙ্গবন্ধুর বাসভবন স্লোগানে স্লোগানে ভরে ওঠে। ব্যান্ডপার্টির আনন্দে মুখর হয়েছে রাজপথ। গণভবনে জনগণ গিয়েছে বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানাতে। সে এক অভূতপূর্ব দৃশ্য।

সরকারি কাজ বাংলায় করার আহ্বান

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল সরকারি কাজে ইংরেজির পরিবর্তে অবিলম্বে বাংলা জারির নির্দেশ দেন। বাসসের খবরে প্রকাশ, মন্ত্রণালয় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিসের বিভাগীয় প্রধানদের প্রতি হুঁশিয়ার করে দেওয়া হয় যে, নির্দেশগুলো মেনে চলা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশে বলা হয়, বিদেশি সংস্থা বা সরকারগুলোর সঙ্গে চিঠিপত্র আদান-প্রদানে চিঠির একটি কপি ইংরেজিতে হতে পারে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.